খবর৭১:- মুহাম্মদ শামসুল হক বাবু, অভিবাসীর অধিকার, মর্যাদা ও ন্যায় বিচার “এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিংগাইরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৮ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ১১ টায় সিংগাইর উপজেলা চত্ত্বর থেকে বের হয় পরে উপজেলা হলরুমে শেষ হয়। আয়োজনে উপজেলা প্রশাসন সিংগাইর, সহযোগিতায় ব্র্যাক, সিংগাইর মানিকগঞ্জ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন রাহেলা রহমত উল্লাহ, উপাজেলা নির্বাহী অফিসার, সিংগাইর, ৱ্যালি ও আলোচনা সভা পরিচালনা করেন মো: মোকাররম হোসেন, ফিল্ড অর্গানাইজার, মাইগ্রেশন প্রোগ্রাম, ব্র্যাক, সিংগাইর। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মো: আব্দুর রাজ্জাক, উপজেলা ইঞ্জিনিয়ার্স অফিসার মোহাম্মদ আব্দুল আলীম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আজহারুল ইসলাম খান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আনিসুর রহমান, উপজেলা হিসাব রক্ষক অফিসার আখিনুর ইয়াসমিন, উপজেলা সমবায় অফিসার নাসরিন বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান খান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মালেক আনসারী, উপেজলা দারিদ্রবিমোচন অফিসার রাসেল মিয়া, উপ সহকারী প্রকৌশলী আজরা জাবীন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর প্রকৌশলী মিমইয়া ইসলাম চৌধুরী, সহকারী প্রোগ্রামার মোঃ গিয়াস উদ্দিন, সাধারন সম্পাদক উপজেলা মাইগ্রেশন ফোরাম, সিংগাইর, রুবেল চন্দ্র দাস,পি ও, ওয়াশ কর্মসূচি, ব্র্যাক, ফারজানা আক্তার, প্যারাকাউন্সিলর, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, ব্র্যাক,সাগরিকা সাহা, প্যারা কাউন্সিলর, মাইগ্রেশন প্রোগ্রাম, ব্র্যাক এছাড়ার সম্ভাব্য অভিবাসী, অভিবাসী পরিবার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা অভিবাসীর অধিকার, মর্যাদা ও ন্যায় বিচার নিয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।
খবর৭১/জি