খবর ৭১ঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ৩০ ডিসেম্বর রোববার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন অফিস আদালত সব বন্ধ থাকবে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।