ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা

0
426

খবর ৭১ঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ৩০ ডিসেম্বর রোববার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন অফিস আদালত সব বন্ধ থাকবে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here