খবর৭১:বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে ২৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে দলটি।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কমিটির অন্য সদস্যরা হলো- ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমদ আযম খান, মেজর জেনারেল (অব.) কামরুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম, প্রফেসর তাজমেরী এস ইসলাম, অধ্যাপিকা ড. শাহিদা রফিক, আতাউর রহমান ঢালী, প্রফেসর সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, এস এম ফজলুল হক, লে. কর্ণেল (অব.) এম এ লতিফ খান, ডা. ফরহাদ হালিম ডোনার, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রফেসর খালেদ মুস্তাহিদুর রহমান, প্রফেসর আ ফ ম ইউসুফ হায়দার, অ্যাডভোকেট মো. সানাউল্লাহ মিয়া, প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম, নুরুল ইসলাম মনি ও অধ্যক্ষ মাজহার হোসেন।
খবর৭১/জি