জামালগঞ্জে নজির হোসেন’র-নজিরবিহীন প্রচারনা।নেতাকর্মীরা উজ্জিবীত।

0
390

জামালগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজির হোসেন’র নির্বাচনি এলাকা সুনামগঞ্জ-১ এর জামালগঞ্জ উপজেলায় প্রচারনা শুরু করেছেন।নজির হোসেন’র নজিরবিহীন প্রচারনায় অংশ নিয়েছেন সকল মনোনয়ন প্রত্যাশীরা।নির্বাচনে জয়ের অাশায় উজ্জিবীত হয়েছে নেতাকর্মীগণ।

গতকাল বৃহস্পতিবার জামালগঞ্জ উপজেলার সেলিমগঞ্জ,মান্নান ঘাট,লক্ষীপুর,চানপুর বাজারে গণসংযোগ,পথসভা ও জামালগঞ্জ মডেল হাই স্কুলের সামনের মাঠে বিকালে কর্মীসভা করেন।কর্মীসভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য নজির হোসেন।পথসভা শেষে সন্ধ্যায় এমপি প্রার্থী নজির হোসেন জামালগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শামীম আল ইমরান এর কার্য্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।পরে পৃথক ভাবে থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম সাথে সাক্ষাতে মিলিত হন।এসময় পারস্পরিক কৌশল বিনিময় ও নির্বাচন সংক্রান্ত অালোচনা করেন।রাতে জামালগঞ্জের সাংবাদিকদের সাথে প্রেসক্লাবে মতবিনিময় করেন।আজ শুক্রবার সারাদিন লালবাজার,লক্ষীপুর, ফেনারবাঁক,হটমারা,নাজিমনগর,খুজারগাও,মল্লিকপুর,কলকতখা,ভীমখালী বাজার,নোয়াগাঁও বাজার,দূর্লভপুর,নুরপুর,সুজাতপুর,রামনগর,শুকদেবপুর মিলন বাজারে গণসংযোগ ও পথসভা করার কথা রয়েছে।

নজির হোসেন পথসভায় বলেন,সকল প্রকার ভয়ভীতির উধ্বে উঠে ধানের শীষ প্রতিক কে বিজয়ী করতে হবে।প্রতিটি ভোট কেন্দ্র পাহাড়া দিতে হবে।দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্ত করতে বিজয়ের মাসে ধানের শীষের আরেকটি বিজয় অর্জন করতে হবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here