খবর৭১ঃপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিএনপির আরও ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র।
বৃহস্পতিবার সকালে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনামুল ইসলাম লিটুর বাদী হয়ে মামলটি করেন।
ওইদিনই এ মামলায় বিএনপির ২০ নেতা কর্মীকে গ্রেফতারের পর বুধবার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সভায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনামুল ইসলাম লিটুর বাদী করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের ৪৫ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা হিসেবে দলের কমপক্ষে সত্তরজনকে আসামি করা হয়।
খবর৭১/ইঃ