খবর৭১:দোষ স্বীকার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। তাকে ৩৬ মাস বা ৩ বছরের কারাদণ্ড দিয়েছে নিউ ইয়র্কের আদালত।
বুধবার তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।
দুই মামলায় একাধিক অভিযোগে অভিযুক্ত হন মাইকেল কোহেন। অভিযোগগুলো হলো-অর্থের বিনিময়ে দুই নারীর মুখ বন্ধ করা, রাশিয়ায় প্রস্তাবিত ট্রাম্প টাওয়ার প্রজেক্টের বিষয়ে মিথ্যা সাক্ষ্য এবং কর ফাঁকি দেওয়া।
এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো রুশ সংযোগের দায়ে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে কাউকে কারাদণ্ড দেওয়া হলো।
আদালতে নিজের সব অপকর্মের জন্য ট্রাম্পকে দায়ী করেন মাইকেল কোহেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো ট্রাম্পের নির্দেশেই করেছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, কোহেনের বিরুদ্ধে ট্রাম্পের সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস এবং কারেন ম্যাকডোগালকে ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
খবর৭১/জি