হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সব ধরনের ত্যাগ স্বীকার করে আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। জননেত্রী শেখ হাসিানার ভিশন ২০২১ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নে নৌকার বিজয় ছাড়া কোন বিকল্প নেই। শেখ হাসিনা সরকারের করা বিগত ১০ বছরের উন্নয়ন স্মরণীয় ও গৌরবের। ঈর্শ্বনীয় উন্নয়ন ও গৌরবের পথ অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে নৌকার বিজয়ের মাধ্যমে মানবাতার মা শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে পরাস্থ করা সম্ভব হবে না। মঙ্গলবার সকালে ছাতক শহরের পুরাতন কাষ্টম রোডে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিগত দিনে চলার পথে অনাকাংখিত ভুল-ক্রুটির জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা ইদ্রিছ আলী বীর প্রতীক, ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান, উপেেজলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামীলীগ, আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রিয় সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, গয়াছ আহমদ, আব্দুল হেকিম, সায়েস্থা মিয়া, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, আওয়ামীলীগ নেতা আজমান আলী, চান মিয়া চৌধুরী, আফজাল হোসেন, পীর মোহাম্মদ আলী মিলন, মুক্তিযোদ্ধা হাজী পেয়ারা মিয়া, নিজাম উদ্দিন বুলি, আলহাজ্ব গোলাম মোস্তফা, এড. আশিক আলী, নাইমুর রাজা চৌধুরী, এখলাছুর রহমান, আব্দুল মান্নান, আফতাব উদ্দিন, আব্দুল আওয়াল, দবিরুল ইসলাম, আরশ আলী, সাব্বির আহমদ, মাফিজ আলী, আবুল হাসনাত, মতিউর রহমান, আব্দুল খালিক, ফিরোজ আলী, গিয়াস মিয়া, ফজলে করিম লিলু, সিরাজুল হক, জামাল আহমদ, সুনামগঞ্জ স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, আল ইসলাহ ছাতক দক্ষিন সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক, সাধারন সম্পাদক মাওলানা শফিক উদ্দিন, দোয়ারা পূর্ব সভাপতি কাউসার উদ্দিন, ছাতক উত্তর সভাপতি এমএ মতিন, সাধারন সম্পাদক কবির আহমদ, শ্রমিকলীগ নেতা স্বপন তরফদার, যুবলীগ নেতা লায়েক মিয়া, আরজ আলী, ফয়জুল ইসলাম ফজল, ফজলু মিয়া মেম্বার, মিনহাজুর রহমান তাপস, বিশ্বঘোষ প্রমুখ। সভা শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন মাওলানা ওসমান গনী ও গীতা পাঠ করেন যুবলীগ নেতা বিমান ঘোষ।
খবর৭১/ইঃ