আগামীকাল কোটালীপাড়ায় শেখ হাসিনার জনসভা

0
369

খবর৭১ঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত করে আগামীকাল বুধবার (১২ ডিসেম্বর) নির্বাচনি প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেখ হাসিনা তার নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় এদিন বিকালে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। জনসভাকে সফল করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

দলীয় ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে শেখ হাসিনা কোটালীপাড়ার জনসভায় ভাষণ দেবেন। কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করেছে। কোটালীপাড়ার পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ জানান, ‘এ নির্বাচনি জনসভাকে সফল করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী দিন রাত কাজ করে যাচ্ছেন। জনসভাস্থল নির্মাণসহ অন্যান্য কাজের তদারকি করছেন তারা।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here