টেকনোক্র্যাটদের চার মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধানমন্ত্রীসহ ৩ জন

0
343

খবর ৭১ঃ চারজন টেকনোক্র্যাট মন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর তাদের দপ্তরগুলো পুনরায় বণ্টন করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরো দুই মন্ত্রীকে সংশ্লিষ্ট চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

চারজন টেকনোক্র্যাট মন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর তাদের দপ্তরগুলো পুনরায় বণ্টন করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরো দুই মন্ত্রীকে সংশ্লিষ্ট চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন দায়িত্বে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। আর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আ ক ম মোজাম্মেল হককে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here