খবর ৭১ঃ শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে অনশন শুরু করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থী। একইসঙ্গে ক্লাস বর্জন করেছেন তারা। তবে পূর্ব নির্ধারিত সব ধরনের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ফটকের সামনে ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ ও অনশন শুরু করেন শিক্ষার্থীরা।