জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী

0
534

জগন্নাথপুর প্রতিনিধি:-
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে প্রার্থী ঘোষণা করা হয়। শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্যাডে দলের মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষনা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠি জেলা রিটার্নিং অফিসারের নিকট দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় বিএনপির মহা-সচিব স্বাক্ষরিত চিঠি তিনি পেয়েছেন।
প্রসঙ্গত, ২০০৫ সালে এই আসনের তৎকালীন সংসদ সদস্য আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here