শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোলের তালশারি এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও তৈরির সরঞ্জামসহ ফিরোজ(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন পোর্ট থানা পুলিশ। শনিবার বেলা ১২ টার দিকে ফিরোজের তালশারি গ্রামস্থ্য বাসভবনের ছাদের উপর থেকে মরণঘাতী ট্যাবলেট ইয়াবা ও ইয়াবা তৈরির সরঞ্জামসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে বলে জানালেন পোর্ট থানা পুলিশ।
আটক ফিরোজ বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রাম ও বর্তমান তালশারি এলাকার শওকত আলী (সাবেক মেম্বর)’র ছেলে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার সাব ইন্সপেক্টর(এসআই) এহ্সান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারিএবনাপোলের তালশারি এলাকায় ফিরোজের দ্বিতল বাড়ির ছাদের উপরে একদল মাদককারবারি নকল ইয়াবা ট্যাবলেট তৈরি করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উক্ত বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অণ্যরা পালিয়ে গেলেও ঘটনা স্থল থেকে কিছু ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা তৈরির সরঞ্জামসহ ফিরোজকে আটক করা হয়।
এ সংবাদ লেখা পর্যন্ত উক্ত মামলার প্রস্তুতি চলছিল।
খবর৭১/ইঃ