জাপান সাগরে দুটি মার্কিন মেরিন বিমান বিধ্বস্ত

0
292

খবর৭১:জাপান সাগরে দুটি মার্কিন মেরিন বিমান বিধ্বস্ত হয়েছে। বিমান দুটিতে সাতজন মার্কিনি ছিলেন। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মেরিন কর্মকর্তারা জানান, বিধ্বস্ত বিমান দুটি ছিলো কেসি-১৩০ ও এফ/এ-১৮ মডেলের। হিরোশিমার কাছে ইয়াকুমিতে বিধ্বস্ত হয় বিমান দুটি। এখন পর্যন্ত একজনকে উদ্ধার করেছে জাপানি উদ্ধারকারী বাহিনী। তবে এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।

এক বিবৃতিতে মার্কিন মেরিন জানায়, আমরা জাপানের সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর কাছে কৃতজ্ঞ। উদ্ধার হওয়া একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এক টুইটে মেরিন জানায়, বৃহস্পতিবার ২ টার সময় এই ঘটনা ঘটে। কেসি-১৩০ তে ৫ জন ও এফ/এ-১৮ বিমানে ২ জন ক্রু ছিলেন।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here