আজ বিএনপি একক প্রার্থী তালিকা প্রকাশ করবে

0
324

খবর৭১: আজ বিএনপি একক প্রার্থী তালিকা প্রকাশ করবে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তালিকা প্রকাশ করা হবে।

গুলশান কার্যালয় সূত্র জানায়, ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে যেসব আসন নিয়ে দর কষাকষি চলছে এবং যেসব আসনে দলের মূল প্রার্থীরা যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন সেগুলো রেখে ১৫০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

এ তালিকাই আজ দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে ঘোষণা করবেন। আজ চূড়ান্ত প্রার্থীদের চিঠিও দেওয়া হবে।

এর আগে গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন, তারা আশা করছেন বুধবারের মধ্যে দলের মনোনয়নের তালিকা চূড়ান্ত করতে পারবেন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here