সুন্দরগঞ্জে পরীক্ষার্থীকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবী

0
430

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে রুবেল মিঞা (১৬) নামে এসএসসি পরীক্ষার্থীকে হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক- কর্মচারীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন।

বুধবার বিকেলে জেলার সাদুল্যাপুর উপজেলার খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় চত্বরে এসব কর্মসূচী পালিত হয়। নিহত রুবেল উক্ত বিদ্যালয়ের ছাত্র ও আসন্ন এসএসসি পরীক্ষার্থী ছিল। সে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের দিনমজুর দুলু মিঞার পুত্র ছিল। বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মিঞার মৃত্যুর সংবাদ জানতে পেয়ে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করেন। এসময় বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, সহকারী শিক্ষক মোজাহারুল ইসলাম, বিশ্বেস্বর, রুবেলের সহপাঠি মোশারফ হোসেন প্রমূখ।

এরআগে গত মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে দুলু মিঞার পরিবারের উপর প্রতিবেশী আমীর উদ্দীনের পুত্র আব্দুল জব্বার গং হামলা করেব্যাপক মারপিট করে। এতে রুবেল ও তার বাবা দুুুলু মিঞা, মা গোলেনুর বেগম দাদী খতিমন বিবি গুরুতরাহত হন। স্বজনরা তাদেরকে উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁর উপস্থিতিতে রাতে পারিবারিক কবরস্থানে রুবেলের মরদেহ দাফন সম্পপন্ন করেন স্থানীয়রা। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাছাড়া, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দুলু মিঞা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here