চলে গেলেন জনপ্রিয় রাঁধুনি মস্তানাম্মা

0
404

খবর৭১ঃচলে গেলেন বিশ্বের প্রবীণতম ইউটিউবার জনপ্রিয় রাঁধুনি মস্তানাম্মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৭ বছর।

ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে নানা রকম সুস্বাদু রেসিপি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয়ও হয়ে উঠছেন অনেকে।

তবে অন্ধ্রপ্রদেশের গুরিওয়াড়া গ্রামের ১০০ বছর পার করা মস্তানাম্মা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার রান্না দূতি ছড়িয়েছিলেন হাজারো মানুষের কাছে।হয়েছিলেন অনেকের প্রিয় মুখ।

‘সোশ্যাল মিডিয়া বাফ’ জনপ্রিয় হয়েছিল লাখ লাখ মানুষের কাছে। তার ইউটিউব চ্যানেলের নাম ‘মস্তানাম্মা’ (Mastanamma), যার সাবস্ক্রাইবারের সংখ্যা আড়াই লক্ষেরও বেশি।

মস্তানাম্মার ইউটিউব চ্যানেলটি দেখভাল করেন তার নাতি লক্ষ্মণ। মস্তানাম্মার তৈরি মুখরোচক নানা রেসিপি আপলোড করতেন ইউটিউবে।

মস্তানাম্মার তৈরি ফিস ফ্রাই, বাম্বু চিকেন বিরিয়ানি, এগ দোসা সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়। বয়সের ভারে দৃষ্টিশক্তি ঝাপসা হয়েছিল অনেক আগেই। কিন্তু মনের জোর আর রান্নার প্রতি অগাধ ভালোবাসা তাকে জনপ্রিয় করে তুলেছিল সোশ্যাল মিডিয়ার লাখ লাখ মানুষের কাছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here