খবর৭১:রাজধানী ঢাকাতে অংশ নেয়া আসনগুলোর ভিত্তিতে মামলার সংখ্যার দিক থেকে শীর্ষে আছেন যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব। ঢাকা- আসনের ধানের শীষের প্রার্থী বিরুদ্ধে মামলার সংখ্যা ২৬৭।
ঢাকা-৮ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নামে মামলা ৪২টি। ঢাকা-১৮ আসনে মহানগর যুবদল উত্তর সভাপতি এসএম জাহাঙ্গীর, মামলা ১৩৮। ঢাকা-৫ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর নবী উল্লাহ নবী, মামলা ১২১। ঢাকা-৯ আসনে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, মামলা ৮০।
ঢাকা-১২ আসনে সাবেক কমিশনার ও ঢাকা উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, মামলা ৭২টি। ঢাকা-১৬ আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, মামলা ৩৩। ঢাকা-১১ আসনে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক শামসুল হক, মামলা ২২। ঢাকা-১৩ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, মামলা ১৭। ঢাকা-১৫ আসনে বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মামলা ১০।
ঢাকা-১৪ আসনে সাবেক ফুটবলার ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, মামলা ৬। এ আসনে বিএনপির অপর প্রার্থী মুন্সি বজলুল বাসিদ আঞ্জুর মামলা ১১টি। ঢাকা-১৫ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন জামায়াতের সেক্রেটারি ডা. শফিকুর রহমান। তার বিরুদ্ধে মামলা ৩৩টি।
খবর৭১/জি