উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন ইউএনও মুকুল কুমার মৈত্র। উপজেলার পারমল্লিকপুর গ্রামের সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিলুপ্তির পথে। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, নড়াইলের-মহাজন সড়কের পারমল্লিকপুর গ্রাম এলাকায় সড়কের ওপর দীর্ঘদিন ধরে আনুমানিক ৩৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক নারী ঘুরে ফিরে বেড়াতে দেখা যায়। ওই নারী সাধারণত রাস্তার ওপরেই ঘুমিয়ে থাকেন। বিষয়টি নড়াইল ডিসি আনজুমান আরা অবহিত হওয়ার পর লোহাগড়া ইউএনও মুকুল কুমার মৈত্রকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দেন। ইউএনও মুকুল কুমার মৈত্র আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে বলেন, ডিসির নির্দেশক্রমে অজ্ঞাতনামা ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তিনি নিজের পরিচয় বলতে পারেন না। আগামী ৬ ডিসেম্বর ডিসির মাধ্যমে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্সে ঢাকার কল্যাণপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার সেন্টারে পাঠানো হবে। সেখানে পাঠানো হলে সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পাবে আশা করা যাচ্ছে।# ছ