খবর ৭১: ইন্দোনেশিয়ায় বন্দুক হামলায় অন্তত ২৪ নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ছাড়া একজন সেনাও নিহত হয়। রবিবার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় এই হামলার ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা এ কথা জানান।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহত শ্রমিকরা প্রত্যন্ত পাহাড়ি এলাকায় সড়ক ও সেতু নির্মাণকাজে নিয়োজিত ছিল।
এ হামলায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জড়িত ছিল বলে দাবি করছে পুলিশ।
সেনাবাহিনীর মুখপাত্র জানান, গত ১ ডিসেম্বর পাপুয়ায় স্বাধীনতা দিবস পালন করছিল ‘সশস্ত্র বিচ্ছিন্নতা অপরাধী গোষ্ঠী’। এ সময় নির্মাণ প্রতিষ্ঠান পিটি ইসতাকা কারায়া’র অধীনে কর্মরত শ্রমিকদের একজন তাদের ছবি তোলে। এতে তারা রেগে গিয়ে ওই ২৪ শ্রমিককে হত্যা করে।
তিনি জানান, সোমবার এ বিষয়ে তদন্তের জন্য পুলিশ ও সেনারা ঘটনাস্থলে গেলে বিচ্ছিন্নতাবাদীরা তাদের ওপরও হামলা চালায়। এতে এক সেনাসদস্য নিহত হয়।
সূত্র: বিবিসি