খবর৭১: মনোনয়নপত্র বাতিলের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার সকাল ১১ টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
ওবায়দুল কাদের বলেন, মনোনয়নপত্র বাতিল করা নির্বাচন কমিশনের এখতিয়ার। এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আর আওয়ামী লীগ একতরফা নির্বাচন চায় না। যাহা সত্য তাই আমি বলছি। আমাদের নেত্রী শেখ হাসিনাও একতরফা নির্বাচনের মনোভাব পোষণ করেন না।