খবর৭১:আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে জঙ্গি গোষ্ঠী তালেবানের শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই তালেবান কমান্ডারের নাম মোল্লাহ আবদুল মান্নান আকন্দ।
আফগান ও মার্কিন বিশেষ বাহিনীর যৌথ হামলায় আবদুল মান্নানসহ ২৯ জন নিহত হয়েছেন। আফগান কর্তৃপক্ষ ও তালেবানের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
হেলমান্দ প্রদেশের গভর্নর মোহাম্মাদ ইয়াসিন খান জানান, তালেবান জঙ্গী গোষ্ঠীর পক্ষে হেলমান্দের দায়িত্বে ছিলেন আবদুল মান্নান। শনিবার নাওয়াজাদ জেলায় স্থানীয় কমান্ডার ও যোদ্ধাদের সঙ্গে বৈঠক করছিলেন আবদুল মান্নান। সে সময় বিমান হামলায় তিনিসহ ২৯ জন নিহত হন।
এদিকে, আবদুল মান্নানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
খবর৭১/জি