চৌগাছায় খেজুর গাছ তুলতে যেয়ে বিদ্যুত স্পর্শে গাছি আহত হসপাতালে ভর্তি

0
749

রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ রাখে আল্লাহ মারে কে, মাটি থেকে অন্তত ২০ ফুট উপরে গাছে উঠে বিদ্যুত স্পর্শে মারাত্মক আহত হয়েছেন এক গাছি। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে বলে জানান স্বজনরা। সোমবার দুপুরে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বড়খাঁনপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনরা জানান, সোমবার দুপুরের পর পরই বড়খাঁনপুর গ্রামের দাসপাড়া মহল্লার পাশেই প্রায় ২০ ফুট উচ্চতার একটি খেজুর গাছে উঠেন গাছি কুরবান হোসেন বিষে। সে পাশ্ববর্তী গ্রামের জহির উদ্দিনের ছেলে। খেজুর গাছে উঠে কুরবান আলী বিষে গাছ তোলার কাজ করছিলেন। গাছের একটি বেগো কাটা মাত্রই সেটি গাছের পাশ দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে মারাত্মক আহত হয়ে জ্ঞান হারিয়ে গাছেই ঝুলতে থাকেন কুরবান আলী। ঘটনাটি স্থানীয়রা দেখে দ্রুত আহতকে গাছ থেকে নামিয়ে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শী জহিরুল ইসলাম মিন্টু বলেন, খেজুর গাছের পাশ দিয়ে বিদ্যুতের তার ছিল। সে একটি ডেকো কাটা মাত্রই তা তারে স্পর্শ করে গাছেই ঝুলতে থাকেন। আমরা সকলেই চেষ্টা করে অচেতন অবস্থায় তাকে গাছ থেকে নামিয়ে হাসপাতালে ভর্তি করি।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here