দুপচাঁচিয়ায় জাপা প্রার্থী নুরুল এমপি ও স্বতন্ত্র প্রার্থী তাজের মনোনয়নপত্র উত্তোলন

0
321

আবু রায়হান দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৮, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম তালুকদার এমপি এর পক্ষে গতকাল সোমবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও এসএম জাকির হোসেনের নিকট থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন দুপচাঁচিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব তছলিম উদ্দিন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, পৌর জাপার সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সোহেল, গুনাহার ইউনিয়ন জাপার সভাপতি আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মিণ্টন রহমান, উপজেলা যুব সংহতির আহবায়ক মাহমুদুল হক শিপন, উপজেলা শ্রমিকপার্টির আহবায়ক বেলাল হোসেন, উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ।
এছাড়াও এদিন সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও এসএম জাকির হোসেনের নিকট থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র উত্তোলন করেন সাবেক জাপা নেতা তাজ উদ্দিন মন্ডল।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here