সালেহীন সোয়াদ সাম্মী, ফরিদপুর প্রতিনিধিঃ
মধুখালী উপজেলার পূর্বগাড়াখোলা নিবাসী বীরমুক্তিযোদ্ধা মধুখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট কলামিষ্ট সাংবাদিক মো. আকরাম হোসেন খাঁন (৬৩) আজ সোমবার দুপুর আনুমানিক ১টায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে নিজ
বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না….. রাজেউন)।মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরহুমের লাশ বাদ এশা মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায়
রেলওয়ে কবরস্থানে দাফন করা হয়।
রাষ্ট্রীয় গার্ড অব-অর্নার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা মনোয়ার ও
মধুখালী থানা পুলিশের একটি দল এবং উপজেলা মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
তাঁর মৃত্যুতে মধুখালী সাংবাদিক সমাজ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
খবর৭১/এসঃ