সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক রোডের বাসিন্দা লিয়াকত হোসেনের ইন্তেকাল

0
527

মিজানুর রহমান মিলন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক রোডের বাসিন্দা ( সৈয়দপুর প্রেস ক্লাব সংলগ্ন) লিয়াকত হোসেন গত রবিবার (২৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় সৈয়দপুর শহরের মিস্ত্রীপাড়ার হক স্ট্রীটলেনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন। গতকাল (সোমবার) বাদ জোহর নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের বেড়াকুঠি জাকিরগঞ্জ গ্রামে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাজায় বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত, মরহুম লিয়াকত হোসেন ছিলেন নীলফামারী সদরের স্বাস্থ্য পরিদর্শিকা মোছা. রশিদা বেগমের স্বামী।
তাঁর মৃত্যুতে নীলফামারী – ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, নীলফামারী সদর উপজেলার ১১ নম্বর সোনারায় ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here