তাজরিন অগ্নিকান্ডে নিহতদের স্মরনে মানববন্ধন

0
390

খবর ৭১:  আশুলিয়ার নিশ্চিন্তপুর তাজরিন ফ্যাশন এ ভয়াবহ অগ্নিকান্ডে ৬ বৎসর পূর্ণতে নিহতদের স্মরনে গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে আজ  শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সুলতানা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদের (স্কপ)এর অন্যতম নেতা জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ্ উদ্দীন আহমেদ, কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক নুরুল আমিন।
এছাড়াও বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, যুগ্ম সম্পাদক খাদিজা রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন,সহ-সভাপতি মিসেস সুইটি আক্তার, প্রচার সম্পাদক মোঃ লিমন হাওলাদার, কেন্দ্রীয় নেতা সুমী আক্তার, তাহেরুল ইসলাম, কিউ পয়েন্ট শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ রুবেল, আহম্মদ ফ্যাশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের নারী বিষয়ক সম্পাদক মিসেস সানী, সদস্য নিপা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত তাজরীন ফ্যাশনস কারখানায় ২০১২ সালের ২৪ নভেম্বর সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। যাতে মোট ১১২ জন পোষাক শ্রমিক নিহত ও শতাধিক শ্রমিক আহত হয়। ভয়ানক এই দুর্ঘটনায় ঐ পোশাক কারখানার নয়তলা ভবনের ছয়তলা ভস্মীভূত হয়ে যায়। তাজরিন অগ্নিকান্ডের ৬ বৎসর পূর্ণ হলেও অদ্যবধি ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকৃত দায়ী ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ করা হয়নি। এমনকি যেসব শ্রমিক ভাই বোনেরা আহত হয়ে পঙ্গুত্ব বরন করছে তাদের উন্নত চিকিৎসার কোন ব্যবস্থা নেওয়া হয় নাই। অবিলম্বে নিহত শ্রমিক পরিবার ও আহত শ্রমিকদের পুর্নবাসনসহ সকল গার্মেন্টস এ নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here