পাকিস্তানে চীনা কনস্যুলেটের পাশে গোলাগুলি, হামলাকারীসহ নিহত ৫

0
305

খবর ৭১ঃ  পাকিস্তানের করাচি শহরে অবস্থিত চীনা কনস্যুলেটের কাছে বন্দুকধারীর হামলায় কমপক্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হয় তিন হামলাকারী।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোলাগুলি শুরু হয়। হামলাকারীরা কনস্যুলেট ভবনের ভেতরে প্রবেশ করতে পারেনি। গোলাগুলি ইতোমধ্যে শেষ হয়েছে। পুলিশ ও রেঞ্জারের সদস্যরা হামলাস্থল পরিষ্কার করছে।

পুলিশের এআইজি আমির শেখ বলেন, ‘হামলাকারীরা দূতাবাসের কিছু দূরে তাদের গাড়ি পার্কিং করে রেখেছিল। এ ঘটনায় তিন হামলাকারী নিহত হয়েছে।’

ঘটনার নিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। হামলাকারীদের মধ্যে দুজন (বর্তমানে তিন জন) নিহত হয়েছে।’

‘আমরা চীনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পাকিস্তান ও চীন যৌথভাবে এসব প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here