খবর ৭১: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমত উড়ছিল ভারত। তাদের মাটিতে নামিয়ে আনলো ইংল্যান্ড। বৃহস্পতিবার নর্থ সাউন্ডে দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে কাঁদিয়ে ফাইনালে নাম লিখিয়েছে তারা। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শিরোপা লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।
আগে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতেই ১১২ রানে অলআউট হয়ে যায় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন স্মৃতি মান্দানা। ২৬ করেন জেমিমাহ রদ্রিগেজ। ২ ওভারে ৯ খরচায় ৩ উইকেট দখল করেন ইংল্যান্ডের হেথার নাইট।
জবাব দিতে নেমে ৮ উইকেট আর ১৭ বল হাতে রেখে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। জোড়া হাফসেঞ্চুরি করে দাপুটে জয় এনে দেন এমি জোনস আর নাটালি স্কিভার। জোনস ৪৭ বলে ৫৩ আর স্কিভার ৩৮ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন।
প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৭১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে অস্ট্রেলিয়ার মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে তারা। আলিসা হিলি করেন ৪৬ রান। ৩১ রান আসে অধিনায়ক ম্যাগ লেনিংয়ের ব্যাট থেকে। জবাবে ১৭.৩ ওভারে ৭১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।