সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে গত ২১ নভেম্বর সশস্ত্র দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সদস্য কল্যাণ সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কে সেনা কমিউনিটি সেন্টারে ওই আলোচনা সভা আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
আমন্ত্রিত অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার।
সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সদস্য কল্যাণ সমিতি (অসকস) সৈয়দপুর সাংগঠনিক শাখার সভাপতি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আজাহার আলী সরকার।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, সংগঠনের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আমিনুল হক (আমিন) প্রমূখ।
সংগঠনের সহ-সভাপতি মো. ফজরুর রহমান গোটা আলোচনা সভাটি পরিচালনা করেন ।
এর আগে শহরের শেরে বাংলা সড়কের অত্যাধুনিক সুপার মার্কেট সৈয়দপুর প্লাজা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর সেনা কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। র্যালীতে সংগঠনের সকল সদস্যরা অংশ নেন।
খবর৭১/এস;