সেলিম হায়দার প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় ৬ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে নজির আলী (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে পুলিশ ।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে গত ৯ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নোয়াকাটি গ্রামের মৃত দ্বীন আলী সরদারের ছেলে নজির আলী (৫২) প্রতিবেশী মৃত কেসমত আলী সরদারের ছেলে সামছুল আলমের ৬ বছরের জনৈকা শিশু মেয়েকে ফুলকপি দেওয়ার লোভ দেখিয়ে সবজি খেতে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে শিশুটি তার মা’কে বিস্তারিত জানায়। ঘটনার সময় মেয়েটির দিন মজুর পিতা সামছুল আলম চট্টগ্রামের একটি ইট ভাটায় কর্মরত ছিল।
এদিকে বিষয়টি জানাজানি হওয়ায় প্রথমত স্থানীয় এক চেয়ারম্যানের মধ্যস্থতায় ধামা চাপা দেওয়ার অপচেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। গত ২০ নভেম্বর এনিয়ে পাটকেলঘাটা থানায় একটি এজাহার দাখিল হয়েছে। যার নং-৪। এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, শিশুটির পিতা অভিযোগ দাখিল করা মাত্রই মামলার রুজুপূর্বক অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। বর্তমান শিশুটি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খবর৭১/ইঃ