আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি), গোবিন্দগঞ্জ ও সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ৫শ’ ৬০টি ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় আব্দুর রহিম (৪৮) নামে মাদক ব্যবসায়ীর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (ছোঁড়া) উদ্ধার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা যায়, ডিবি পুলিশের অভিযানে আব্দুর রহিম, সোহাগ মিয়া ও রেজাউল করিম নামে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
খবর৭১/ইঃ