সুনামগঞ্জ-৫ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র ক্রয়

0
397

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতক-দোয়ারাবাজার নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনে সরকারীভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৬ জন সংসদ সদস্য প্রার্থী। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী বিধিমালা অনুযায়ী এসব মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আবেদা আফসারীর কাছ থেকে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন তার ব্যক্তিগত সহকারী মোশাহিদ আলী. বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের পক্ষে পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা হুসাইন আল হারুন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। বিকেলে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে সংগঠনের কেন্দ্রিয় যুগ্ম মহা সচিব মাওলানা শফিক উদ্দিন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর আগে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর পক্ষে সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন ও কোন দলের পরিচয় না দিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আইয়ূব করম আলী। ১১ম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে ১৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করে সাক্ষাতকার দিয়েছেন এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমদ চৌধুরী, দোয়ারা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, আওয়ামীলীগ নেতা টিএইচএম জাহাঙ্গির, সাবেক ছাত্রলীগ নেতা মাওলানা আক্তার হোসেন ও এড. মতিউর রহমান নানু। বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগহ করে সাক্ষাতকার দিয়েছেন সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করেন, সাবেক এমপি এড. আব্দুল মজিদ, জেলা জাপার সাধারন সম্পাদক আ.ন.ম ওহিদ কনা মিয়া, জাপার কেন্দ্রিয় সদস্য, আলহাজ্ব জাহাঙ্গির আলম, যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন এবং ইসলামী আন্দোলন থেকে হাফিজ মাওলানা হুসাইন আল হারুন দলীয় ও খেলাফত মজলিস থেকে মাওলানা শফিক উদ্দিন মনোনয়ন সংগ্রহ করেছিলেন। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের লক্ষে ২৮ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল, ২ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাচাই ও ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারন করা হয়েছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here