মো. আবু সাইদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বৃহস্পতিবার দুপুর দেড়টায় মধইল বটতলী বাজার নামক স্থানে সড়ক দূর্ঘটনায় নইমু্িদ্দন (৫৩) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার নজিপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দীনের পুত্র। মৃত নইমুদ্দিন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়নাধীন পল্লী জীবিকায়ন প্রকল্পের মাঠ কর্মী হিসাবে সাপাহার উপজেলায় দায়িত্ব পালন করছিলেন।
নিহতের পারিবারিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহত নইমুদ্দিন কর্মস্থল সাপাহার হতে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে মধইল বটতলী নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এ ঘটনায় সে মাথায় প্রচন্ড আঘাতে পেয়ে পড়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে পত্নীতলায় থানা অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ ও দাবী না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
খবর ৭১/ইঃ