খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানাসংক্রান্ত আদেশ সোমবার

0
367

খবর৭১ঃবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেছেন আদালত।

ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম জিয়াউল রহমান শুনানি শেষে নতুন তারিখ ধার্য করেন।

আজ বৃহস্পতিবার এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আদেশের জন্য দিন ধার্য থাকলেও বিচারক এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে পরবর্তী তারিখ ঠিক করেন।

বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য এ পর্যন্ত চারটি ধার্য তারিখ পেছাল বলে আমরা আদালতে শুনানি করেছি। বিচারক শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানার জন্য আগামী তারিখ নির্ধারণ করেন।

ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগে ২০১৪ সালের ২১ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে একটি নালিশি মামলা করা হয়।

জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি করেন। ওই দিনই আদালত মামলাটি গ্রহণ করে তা তদন্তের জন্য শাহবাগ থানার ওসিকে নির্দেশ দেন।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here