খবর৭১:আজ বুধবার( ২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মিলিতিভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধান। পরে বঙ্গভবনে তাদের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খবর৭১/জি