খবর ৭১: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে তাঁর ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় তাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির এই নেতাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহাবুব এই আদেশ দেন।