নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় জাতপুর সমকাল ফাউন্ডেশনের উদ্যোগে স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের মাঠে সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ’র শিক্ষার্থীদের মাঝে পোশাক, কেডস, খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন বিদ্যাপীঠের সভাপতি এবং উত্তরণ পরিচালক মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন স্বাগত বক্তব্য রাখেন।
সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক স্বদেশ কুমার মল্লিকের পরিচালনায় বক্তব্য রাখেন, জাতপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি কামাল উদ্দীন, দেওয়ানীপাড়া মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, মোঃ আব্দুল হাই, সমকাল ফাউন্ডেশনের সদস্য জালাল উদ্দীন, ইয়কিুব আলী বিশ্বাস,বিদ্যাপীঠের সাবেক ছাত্র মোঃ ইকবল হোসেন, জাহিন শামস স্বাক্ষর, জাহিদ আমিন শাশ্বত প্রমুখ।
প্রকাশ,স্থানীয় সাধারণ দাতা, উত্তরণ ও গ্লোবাল এর অর্থায়নে জাতপুর সমকাল ফাউন্ডেশনের উদ্যোগে ১৭৭ জন ঝরে পড়া, গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতারণ করা হয়।