খবর৭১:ভারতের কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর বন্দুকযুদ্ধে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত তিনজন।
ওই ঘটনায় নিরাপত্তাবাহিনীর গুলিতে চার সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত সোপিয়ান জেলায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায় ভারতীয় নিরাপত্তাবাহিনী। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই এক সেনা নিহত হন। নিরাপত্তাবাহিনীর পাল্টা হামলায় ওই চার সন্ত্রাসী নিহত হয়। সন্ত্রাসীদের ধরতে অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
খবর৭১/জি