জেলার ৪টি আসনে মনোনয়নপত্র ক্রয় করেছেন ১২ জন সম্ভাব্য প্রার্থী

0
416

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বিভিন্ন আসন থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন ১২ সম্ভাব্য প্রার্থী। গতকাল রবিবার বিকেল পর্যন্ত এসব মনোনয়নপত্র ক্রয় করা হয়। জেলা নির্বাচন অফিস ও বিভিন্ন সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন জানান, হবিগঞ্জ-১ আসনে জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা আবু হানিফা আহমদ হোসেন, হবিগঞ্জ-২ আসনে জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শংকর পাল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ্ব আবুল জামাল মাসউদ হাসান, হবিগঞ্জ-৩ আসনে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক (স্বতন্ত্র), জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ আহমুদুর রহমান আবদাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিব উদ্দিন আহমেদ সোহেল, হবিগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা শেখ শামসুল আলম।
ব্যালটের মাধ্যমেই আ’লীগ সরকারের দুঃশাসনের জবাব দিতে দেশবাসী প্রস্তুত মেয়র জি কে গউছ
হবিগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন-মামলা হামলার ভয় উপেক্ষা করেই বিএনপি নেতাকর্মীরা ভোটের মাঠে থাকবে। কোনো অপশক্তি ষড়যন্ত্র করে বিএনপিকে মাঠ ছাড়া করতে পারবে না। এই নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন, এই নির্বাচন দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন, এই নির্বাচন মানুষের ভোটাধিকার ফিরে আনার নির্বাচন, এই নির্বাচন দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করার নির্বাচন। তাই দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরে আনার আন্দোলনের অংশ হিসেবেই বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। এই নির্বাচনে ব্যালটের মাধ্যমেই আওয়ামীলীগ সরকারের সকল দুঃশাসনের জবাব দিতে দেশবাসী প্রস্তুত। রবিবার রাতে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলা শ্রমিকদল নেতাকর্মীদের সাথে এক মতমিনিময় সভায় এসব কথা বলেন। সভায় মেয়র জি কে গউছ আরো বলেন-আওয়ামীলীগ বার বার দেশের গণতন্ত্র হরণ করেছে। বাকশাল কায়েম করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে। আর বিএনপি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, কেড়ে নেয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতেই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি কামরুল হাসান কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুর ইসলাম সফিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সভাপতি হাজী এম ইসলাম তরফদার তনু, সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আনসারী, সোহেল এ চৌধুরী, আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মুহাইমিন চৌধুরী ফুয়াদ, শ্রমিকদল নেতা আব্দুল হক, আব্দুল হামিদ, শেখ রহমত আলী, হেলাল মুর্শেদ, আনসুর রহমান আনিস, হারিছ আহমেদ সাগর, জালাল মিয়া, আমির আলী, খোকন মিয়া, জাহিদ মিয়া, রমজান মিয়া, আছকির মিয়া, শেখ নাসির, শাহারাজ মিয়া, লিটন মিয়া, মুইদর মিযা, নানু মিয়া, আব্দুর রউফ, মারাজ মিয়া, মোশাহিদ মিয়া প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here