প্রেমিকা প্রমাকে জীবনসঙ্গী করলেন ক্রিকেটার রনি

0
499

খবর৭১ঃগাঁটছড়া বেঁধেছেন জাতীয় দলের পেসার আবু হায়দার রনি। সাড়ে ছয় বছর ধরে প্রেম করা সাদিয়া প্রভা প্রমাকেই জীবনসঙ্গী করলেন তিনি। প্রমা বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ফ্যাশন ডিজাইনিংয়ের শিক্ষার্থী।

গত ১৫ নভেম্বর ঢাকার একটি কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রমাকে বিয়ে করেন বাংলাদেশ ক্রিকেটের ২৩ বছর বয়সী এ উদীয়মান তারকা।

বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন রনি। প্রেমিকাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে খুশি রনি গণমাধ্যমকে বলেন, ‘ও ফ্যাশন ডিজাইনিংয়ে অনার্স পড়ছে। আগে থেকেই আমাদের মধ্যে জানাশোনা ছিল। পরে পারিবারিকভাবে সব কিছু সম্পন্ন হয়েছে। তার সঙ্গেই যেন জীবনের বাকি পথ পাড়ি দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন।

জানা গেছে, এই জুটির প্রেম মেনে নিয়েছে তাদের পরিবার। পরিবারের সম্মতিতেই বিয়েটা হয়েছে।

এর আগে রনি-প্রমার গায়েহলুদের ছবি প্রকাশ পায়। গায়েহলুদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিগুলো ভাইরালও হয়।

২৩ বছর বয়সী এ বাঁহাতি পেসার জাতীয় দলে সুযোগ পেয়েছেন খুব বেশি দিন হয়নি। দুটি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ উদীয়মান এ ক্রিকেটার জিম্বাবুয়ে সিরিজেও বাংলাদেশ স্কোয়াডে ছিলেন।

রনির প্রেমিকা প্রমা পড়ালেখা করছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে। ফ্যাশন ডিজাইনিংয়ে সম্মান শেষ বর্ষের ছাত্রী তিনি। প্রমারা পাঁচ ভাইবোন। বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

রনিরাও পাঁচ ভাইবোন। তিন ভাই, দুই বোন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here