খবর ৭১: দেশের বিভিন্ন প্রান্তে নানা সামাজিক কর্মকান্ডের মাধ্যমে ‘এস এস সি ২০০০ এবং এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী!!!)’ – অনলাইন ফেসবুক গ্রুপ এর প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে।
যেখানে মানুষ কেবল নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে চায়, অনলাইনের মধ্যে ডুবে থাকতে চায়, সেই অবস্থায় এই অনলাইনকে ব্যবহার করে একঝাঁক তরুণ তরুণী নিজেকে বিলিয়ে দিচ্ছেন মানব সেবায়। কেবল নিজেদের মধ্যেই সম্পর্কবৃদ্ধিতে সীমাবদ্ধ না থেকে মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখতে সারা বাংলাদেশের ২০০০ এবং ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একটা প্লাটফর্মে আনার চেষ্টা করছে এই ফেসবুক গ্রুপটি।
১৫-ই নভেম্বর ২০১৭ এই ফেসবুক গ্রুপটির যাত্রা শুরু হয় এবং ধীরে ধীরে তা এখন ২০ হাজার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের গ্রুপে পরিণত এবং প্রতিনিয়ত বন্ধুরা এই গ্রুপে যোগ দিচ্ছে।
প্রথম বছর বর্ষপূর্তি উপলেক্ষে চলতি মাসে নানা সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত করে গ্রুপটি। তারই ধারাবাহিতায় গত ২ তারিখে কুড়িগ্রামে ৩৫০ টি পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করে।
এছাড়া প্রতিষ্ঠার দিন ১৫ই নভেম্বরকে স্মরণীয় করে রাখতে ঢাকার বানানীতে শতাধিক বন্ধুর এক মিলনমেলার আয়োজন করা হয় । যেখানে তারা কেক কেটে দিনটি উদযাপন করে। একই দিনে দেশ ও দেশ এর বাহিরে বিভিন্ন স্থানে কেক কেটে বন্ধুরা দিনটিকে স্মরণীয় করে রাখে।
প্রথম বর্ষপূর্তির দিনটিকে আরো স্মরণীয় করে রাখতে ১৬ই নভেম্বর শুক্রবার, ঢাকার অদূরে নরসিংদী দুলালপুর ইউনিয়ন এর দুলালপুর স্কুল প্রাঙ্গণে প্রায় পাঁচশতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে এর আগেও সম্পৃক্ত ছিল, তারমধ্যে উল্ল্যেখযোগ্য –
১) মারাত্মক কিডনি সমস্যায় ভুক্তভোগী বন্ধুদের মধ্যে একজনকে গ্রুপের সব মেম্বার মিলে চিকিৎসার দায়ভার বহন।
২) গত ঈদে ৬৫ জন এতিম বাচ্চাদের খাবার এবং ২৫ জন এতিম বাচ্চাদের ঈদের নতুন জামা প্রদান।
৩) গৃহহীন মানুষদের শাড়ী – লুঙ্গি প্রদান।
এই পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে প্রায় ৪ টি বিশাল গেট টুগেদার আয়োজন করে এরই মধ্যে বন্ধুদের সাথে বন্ধুদের নেটওয়ার্কিং তৈরী রাখতে সচেষ্ট এই গ্রুপ। এই বছর ৬ই জুলাই ধানমন্ডিতে হয়ে যায় প্রথম মিলন মেলা এরপর ধারাবাহিকভাবে উত্তরা, নারায়ণগঞ্জ এবং সর্বশেষ মিরপুর এলাকায়।
এছাড়া ও ৭ই ডিসেম্বর বন্দরনগরী চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে আরেকটি বৃহত্তর মিলন মেলা, যাতে সারা দেশের প্রায় ৬০০ বন্ধু-বান্ধব অংশগ্রহণ করবে।