আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় জোবেদা বেওয়া (৭০) নামে এক বৃদ্ধা নিহত ও আহত হয়েছেন ২ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ঢাকা- রংপুর মহাসড়কে পলাশবাড়িগমী একটি যাত্রীবাহী একটি ইজিবাইক উপজেলা সদরের খাদ্য গুদামের নিকট পৌঁছিলে এর বিপরীত দিক তথা গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচ (ঢাকা- মেট্রো- ব- ১৪- ৩৯৪০) ইজিবাইকটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইকের যাত্রী বৃদ্ধা জোবেদা বেওয়া ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার বরিশাল ইউপি সদস্য লাল মিঞার মা। এ সময় আহত ইজিবাইকের চালাক জনী মিঞাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা। এদিকে, এ দুর্ঘটনার পর একই মহাসড়কে উপজেলার জিসান ফিলিং স্টেশনের সামনে অটোভ্যানের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তি গুরতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
থানা অফিসার ইনচার্জ- হিফজুল আলম মুন্সী দুর্ঘটনায় নিহত ও আহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর৭১/এসঃ