কুড়িগ্রামের ৪টি আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন ১৫ জন

0
685

কুড়িগ্রাম প্রতিনিধি :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি আসন থেকে এ পর্যন্ত বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন ১৫ জন নেতা। এর মধ্যে কুড়িগ্রাম-১ আসন থেকে দুজন, দুই আসন থেকে চারজন, তিন আসন থেকে দুজন ও চার আসন থেকে সাতজন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ শুক্রবার (১৬ নভেম্বর) বিএনপির মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন। ধারণা করা হচ্ছে, কুড়িগ্রামের আসনগুলোতে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা আরও বাড়তে পারে।

কুড়িগ্রাম-১ আসন থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন— জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা এবং তার স্ত্রী ও জেলা বিএনপির সদস্য শামিমা রহমান আকন্দ। দলীয় সূত্রে জানা যায়, কৌশলগত কারণে স্বামী-স্ত্রী মনোনয়ন ফরম কিনলেও এ আসনে দলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার মনোনয়ন পাওয়া অনেকটা চূড়ান্ত।

কুড়িগ্রাম-২ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান মো. উমর ফারুক।

কুড়িগ্রাম-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন- জেলা সভাপতি মো. তাসভিরুল ইসলাম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আব্দুল খালেক।

কুড়িগ্রাম-৪ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন—রৌমারী উপজেলা বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান, রাজিবপুর উপজেলা বিএনপির সভাপতি মো. মোখলেছুর রহমান, চিলমারী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল বারি সরকার, রৌমারী উপজেলা বিএনপির সহসভাপতি মমতাজ বেগম লিপি ও ইমান আলী, চিলমারী উপজেলা বিএনপির সহসভাপতি আবু হানিফা এবং রৌমারী উপজেলা বিএনপির সহসভাপতি শামসুল হক।

জেলা বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানান, জেলার চারটি আসনের প্রতিটিতে একাধিক মনোনয়নপ্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও প্রতিটি আসনে আগে থেকেই দলীয় প্রার্থী অনেকটা চূড়ান্ত রাখা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here