ঝিনাইদহের কালীগঞ্জে ২ বাড়িতে ডাকাতি, ডাকাতদের হামলায় ৩ জন আহত

0
374

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে একই রাতে ২ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল, স্বর্ণালংকার লুট করেছে বলে ভুক্তভোগিদের। তাদের হামলায় আহত হয়েছে ৩ জন।
গেল রাতে কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর ও কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানায়, রাত ১ টার দিকে শ্রীরামপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আমজাদ আলীর বাড়িতে হানা দেয় একদল ডাকাত। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইল লুট করে। এসময় তারা ৩ জনকে কুপিয়ে গুরুতর আহত করে।
রাত আড়াইটার দিকে কমলাপুর গ্রামের প্রবাসী লাল মিয়ার বাড়ি হাসান দেয় ডাকাতদল। এসময় তারা ওই বাড়িতে থাকা ২ জনের হাত-মুখ বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
আহতদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here