খবর৭১:তথ্যপ্রযুক্তি আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জামিনে মুক্তি পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার সকাল পৌনে ৭টায় তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মামলায় গত ৪ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান বিএনপির এই শীর্ষ নেতা।
জেল সুপার বলেন, হাইকোর্টের জামিনের আদেশ গতকাল (রবিবার) আমরা পেয়েছিলাম। যাচাই-বাছাই শেষে উনাকে আজ (সোমবার) মুক্তি দেওয়া হয়েছে।
খবর৭১/জি