পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছায় ইজিবাইক চাপায় সোহাগী নামে এক শিশু নিহত হয়েছে। নিহত সোহাগী উপজেলার মৌখালী গ্রামের সোহাগ গাজীর মেয়ে ও মৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। মৌখালী ইউনাইটেড একাডেমীর প্রধান শিক্ষক শশাঙ্ক বাছাড় জানান, ঘটনার দিন রোববার সকাল সাড়ে ১১ টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে আবার পুনরায় স্কুলে আসার সময় মৌখালী বাজারস্থ স্কুলের সামনে চলন্ত ইজিবাইকের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় ইজিবাইকটি কড়া ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিক্ষার্থী সোহাগী মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলে ওসি আমিনুল ইসলাম বিপব জানিয়েছেন।