খবর৭১:আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে রাশিয়ার রাজধানী মস্কোয় একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো এ ধরনের একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিচ্ছে আফগানিস্তানের তালেবান।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ এই শান্তি সম্মেলন উদ্বোধন করেছেন।
দীর্ঘদিন ধরে আফগানিস্তানে যুদ্ধরত বিভিন্ন গোষ্ঠীগুলোর সাথে যোগাযোগের মাধ্যমে তাদের আলোচনার টেবিলে নিয়ে এসেছে রাশিয়া। এর আরেকটা তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে, শুধু তালেবান বা আফগান সরকারি প্রতিনিধিরাই নয়- আঞ্চলিক শক্তিগুলোকেও এতে সম্পৃক্ত করেছে মস্কো।
আফগান প্রশাসনের প্রতিনিধি ছাড়াও প্রভাবশালী আঞ্চলিক শক্তি পাকিস্তান, ভারত এবং চীনও এতে অংশ নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রও একজন কর্মকর্তাকে পাঠিয়েছে। আফগান সরকার আনুষ্ঠানিকভাবে এই শান্তি সম্মেলনে অংশ নিচ্ছে না। তবে আফগানিস্তানের উচ্চ শান্তি কাউন্সিলের কয়েকজন সদস্য এতে যোগ দিচ্ছেন।
আফগান সরকার আশা প্রকাশ করেছে যে, এই সম্মেলনের মধ্য দিয়ে কাবুল ও তালেবানের মধ্যে সরাসরি আলোচনার পথ খুলে যেতে পারে।
খবর৭১/জি