খবর৭১:ফের ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ দাবানলে একটি গাড়িতে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে।
এছাড়া ২০ হাজার একর ভূমির বনাঞ্চল দাবানলে উত্তর ক্যালিফোর্নিয়ার একটি শহর এতে পুড়ে গেছে।
গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুরে ক্যালিফোর্নিয়ায় দাবানল ভয়াবহ রূপ ধারণ করে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী চেষ্টা চালিয়ে গেলেও শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে আশপাশের এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় গভর্নর।
এ দাবানলে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মৃতদেহগুলো একটি আগুনে পোড়া গাড়ি থেকে উদ্ধার করা হয়।
দাবানল থেকে প্রাণে বাঁচাতে এলাকা ছেড়েছে অন্তত দেড় লাখ মানুষ।
দুটি বড় বনাঞ্চলের প্রায় ১৪ হাজার একর অঞ্চল জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। রাজ্যটির পশ্চিমাঞ্চলে মহাসড়ক পর্যন্ত দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে।
খবর৭১/জি