খবর ৭১: কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ‘এআই’)-কে এত দিন আমরা আমাদের বন্ধু হিসেবেই ভাবতাম। কিন্তু সেই ‘রোবট’-এর বুদ্ধিমত্তা যে আমাদের চরম বিপদ ডেকে আনবে, তা কে জানত?
হ্যাঁ, এ বার চাকরিও কেড়ে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কর বা সঞ্চালকরা যা যা করেন, কৃত্রিম বৃদ্ধিমত্তার সাহায্যে এ বার তা অনায়াসেই অনেক কম খরচে করে দেওয়া যাচ্ছে। ফলে, এই মাগ্গিগণ্ডার বাজারে আর মোটা অর্থ দিয়ে কেনই বা অ্যাঙ্কর রাখবেন টেলিভিশন চ্যানেলের মালিকরা?
চিনের সরকারি সংবাদ সংস্থা ‘জিনহুয়া’ তাদের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে নিয়োগ করেছে একটি রোবটকে। যা চলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অনুষ্ঠান সঞ্চালনা ‘জিনহুয়া’ চালু করেছে পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশে আয়োজিত পঞ্চম বিশ্ব ইন্টারনেট সম্মেলনে।