বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার শোধ নিতে ১শ’ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে আমবাড়িয়া গ্রামের সমির হালদারের বাগানের গাছগুলো কেটে ফেলা হয়। বৃহস্পতিবার সকালে বাগানে গিয়ে এ দৃশ্য দেখতে পান সমির। এ ঘটনায় কিসমত জামুয়া গ্রামের সিদ্দিক শেখ, হাফিজুল ইসলাম ও শহীদ শেখের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সমির হালদার বলেন, হাকিম শেখের ছেলে সিদ্দিক শেখ দীর্ঘদিন ধরে তার .৩৩ শতক জমির বাগানটি অবৈধভাবে দখলের উদ্দেশে গাছ কেটে ফেলেছে। এতে কমপক্ষে ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন সমির। এ সম্পর্কে জানার জন্য সিদ্দিক শেখের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, সমির হালদারের বাগানের কলা গাছ ও পেয়ারা গাছসহ ১শ’ ১০টি গাছ কেটে ফেলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##